কথাটা অনেক দিন ধরেই ঘুরছিল ভারতীয় ফুটবলে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি ভারতের ফুটবল বাজারে আসতে আগ্রহী। এই নিয়ে অনেক দিন থেকেই মুম্বাই সিটি এফসির সঙ্গে কথা চালিয়েছিল তারা। এবার আসল আনুষ্ঠানিক ঘোষণা। মুম্বাই সিটি’র ৬৫ শতাংশ শেয়ার কিনে নিয়েছে সিটি ফুটবল গ্রুপ।
সিটি ফুটবল গ্রুপ বৃহস্পতিবার জানিয়ে দেয় মুম্বাই সিটির সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা। নিজেদের গ্রুপে নতুন ক্লাবকে স্বাগত জানিয়ে টুইট করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
পেপ গুয়ার্দিওলার ক্লাব ছাড়াও সিটি ফুটবল গ্রুপে এর আগে অন্তর্ভুক্ত হয়েছিল এমএলএস’র নিউ ইয়র্ক সিটি, অস্ট্রেলিয়ান লিগের মেলবোর্ন সিটি, জাপানের ইয়াকোহামা এফ মারিনোস, উরুগুয়ের অ্যাটলেটিকো টর্ক, স্পেনের জিরোনা এফসি ও চীনের চিনের সিচুয়ান জিউনিউ এফসি।
মুম্বাই সিটির ৬৫ শতাংশ শেয়ার বিক্রির করে দেওয়ার পর বাকি ৩৫ শতাংশ শেয়ার রয়েছে বলিউড অভিনেতা বিমল পারেখ ও রনবীর কাপুরের হাতে।
সিটি ফুটবল গ্রুপের চেয়ারম্যান খালদুন আল মোবারক ও ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আয়োজক এফডিএসএল’র সভাপতি নীতা আম্বানী এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
এই চুক্তিকে ভারতীয় ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন হিসেবে দেখা হচ্ছে। এর ফলে মুম্বাই সিটি আর্থিকভাবে অনেকটা সচ্ছল জায়গায় যাওয়ার পাশাপাশি ফুটবলের দিক থেকেও অনেকটা লাভবান হতে পারে। কারণ এবার থেকে সরাসরি গুয়ার্দিওলার দলের সঙ্গে যুক্ত তারা। ইউরোপিয়ান ফুটবলের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট পাবে তারা।