বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রামঃ পতেঙ্গার চৌধুরী পাড়া, ডেলপাড়া,নাজির পাড়া ও শাহ আমানত বিমান বন্দর সংলগ্ন এলাকায় ১৫০ একর জমিতে শীতকালীন সবজি আবাদ করা হয়েছে।
প্রতিদিন ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন আড়তে যায় এখানকার চাষিদের উৎপাদিত নানা জাতের সবজি। বিভিন্ন স্থানের পাইকাররা এসে সবজি ক্রয় করেন।
নগরীর বাজারগুলোতে সবজির চাহিদা মেটাতে হালিশহর আনন্দ বাজারের পর সেবার বিল মাঠ নামে পরিচিত ফসলি মাঠের সবজিই বড় যোগানদাতা।
সবজি চাষী মো. লোকমান জানান, এই জমির মাটি উর্বর। যেকোনো ফসল কয়েক মাসের মধ্যে বিক্রি করা যায়। শীতের সবজি ছাড়াও এখানে ধানের আবাদ করা হয়। এক সময় এখানে ৫শ’ থেকে ৬শ’ লোক কাজ করতো।
এই সবজির জমি থেকে প্রতিদিন বাজারে যায় ৬ থেকে ৭ হাজার টাকার সবজি । বছর শেষে ৩ থেকে ৪ লাখ টাকার সবজি চাষ করে ১৪ থেকে ১৫ লাখ টাকা আয় হয়।
স্টীলমিল বাজারের একজন পাইকার জানান, এলাকার মধ্যে তরতাজা সবজির ফলন হচ্ছে। তাই উত্তর বঙ্গের সবজির আশায় না থেকে এলাকার তরতাজা সবজি কিনে নিই।
চাষী ফজলুল জানান, সরকারের আর্থিক সহযোগিতা পেলে পতেঙ্গাসহ পুরো চট্টগ্রামে সবজির সরবরাহ করা সম্ভব হবে। বাইরের জেলার সবজির উপর নির্ভরশীল থাকতে হবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকেও এখন পর্যন্ত কেনো পরামর্শ পাইনি। নিজেরা যতটুকু জানি তা দিয়েই চাষাবাদ করছি। ফসলও নষ্ট হচ্ছে।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মঞ্জুরুল হুদা বিজনেসটুডে২৪কে জানান, কৃষি সম্প্রসারণের কাজে চাষীদের সর্বোচ্চ সহযোগিতা করি। তবে আমাদের বেশিরভাগ কাজেই গ্রাম পর্যায়ে। মেট্রো -সিটিতে আমাদের কার্যক্রম কম। এছাড়াও জনবল সংকটতো আছেই।
সরকারিভাবে আইন তৈরি করে যদি মেট্রো-সিটিগুলোতে কৃষি সম্প্রসারণের আওতা বাড়ানো যায় তাহলে এলাকাভিত্তিক কৃষি আরও বৃদ্ধি পেতো বলে জানান তিনি।