Home জাতীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফাইন্যাল পরীক্ষার অনুমতি

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফাইন্যাল পরীক্ষার অনুমতি

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির চূড়ান্ত পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহার সভাপতিত্বে রবিবার এক ভার্চুয়াল সভায় এই অনুমতি দেওয়া হয়।

কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউজিসি সদস্যরা ছাড়াও ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এই সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

করোনা মহামারির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ রয়েছে। কওমি মাদ্রাসা বাদে সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

মহামারির মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস নিলেও পরীক্ষা নিতে পারছিল না। এখন স্নাতক-স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রে সেই অনুমতি দেওয়া হল।