ইসলামাবাদ: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বিস্ফোরণে জখম হলেন ২৫ জন। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রের খবর, রবিবার রাওয়ালপিন্ডির গঞ্জ মান্ডি পুলিশ স্টেশনের কাছে বিস্ফোরণ হয়েছে। রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, জখম ২২ জনকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি তিনজনের প্রাথমিক চিকিৎসা হয়েছে ঘটনাস্থলেই।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হ্যান্ড গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়েছে। যদিও রাওয়ালপিন্ডির সিটি পুলিশ অফিসার (সিপিও) মহম্মদ এহসান ইউনাস জানান, বিস্ফোরণের সম্পর্কে এখনই বিস্তারিতভাবে কিছু বলা যাচ্ছে না।
সিপিও আরও জানিয়েছেন, গত ১০ দিনে পুলিশ স্টেশন লাগোয়া এলাকায় এনিয়ে দু’বার বিস্ফোরণের ঘটনা ঘটল। ৪ ডিসেম্বর পীর ওয়াধাই পুলিশ স্টেশনের কাছে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ১ জনের মৃত্যু হয়েছিল। জখম হন ৭ জন। এদিন ফের বিস্ফোরণ হল।