মানিকগঞ্জ: শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলও। সকালে কুয়াশার মাত্রা বেড়ে যাওয়া ফেরি চলালচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। এসময় পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়ে ৪ শতাধিক গাড়ি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীদের।
ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে রাত থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সকাল ৭টার দিকে কুয়াশার মাত্রা বাড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে চলাচল। তবে ভোগান্তি এড়াতে সীমিত আকারে চালাচ্ছেন তারা।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে নৌচলাচল স্বাভাবিক হবে।
-বিজনেসটুডে২৪ ডেস্ক