Home জাতীয় কঙ্গোর উদ্দেশ্যে বিমানবাহিনীর ১৮৮ সদস্যের যাত্রা

কঙ্গোর উদ্দেশ্যে বিমানবাহিনীর ১৮৮ সদস্যের যাত্রা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ডিআর কঙ্গোয় বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ৩টি কন্টিনজেন্টের মোট ৩২০ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে।

কন্টিনজেন্টগুলো ইউটিলিটি এভিয়েশন ইউনিট-১৮, এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট-১৮ ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট-১১ নিয়ে গঠিত।

ইউটিলিটি এভিয়েশন ইউনিট-১৮ এর কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান, বিইউপি, পিএসসি ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট-১১ এর কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন আসিফ ইকবাল, এএফডব্লিউউসি, পিএসসি প্রথম গ্রুপের রয়েছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে বিমানবাহিনীর ১৮৮ জন সদস্য বাংলাদেশ বিমানের ভাড়া করা একটি বিমানে ডিআর কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বিমানবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান।

এর আগে ২৯ নভেম্বর বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি ডিআর কঙ্গোগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে ঘাঁটি বাশার-এ ব্রিফিং প্রদান করেন এবং মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান এবং করোনাভাইরাস এর বিস্তার রোধ ও এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অনুসরনের পরামর্শ দেন।

কন্টিনজেন্টের বাকি সদস্যরা আগামী ১৪ জানুয়ারিতে যাওয়ার কথা রয়েছে।