সৌদি আরবের জেদ্দা বন্দরে বিস্ফোরক বোঝাই নৌকা নিয়ে একটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিবিসি জানায়, রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ ঘটনা নিশ্চিত করে সৌদি জ্বালানি মন্ত্রণালয়। বিস্ফোরণের পর ট্যাঙ্কারে আগুন জ্বলতে দেখা গেলেও অল্প সময়ের মধ্য নিয়ন্ত্রণে আনা হয়েছে।
হামলার শিকার ট্যাঙ্কারটি হচ্ছে সিঙ্গাপুর পতাকাবাহী ট্যাঙ্কার বিডব্লিউ রাইন। ট্যাঙ্কারের মালিক কর্তৃপক্ষ হাফনিয়া জানায়, বাইরের কোনো উৎস থেকে এ হামলা চালানো হয়েছে। এতে ট্যাঙ্কারের বাইরের অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণে ট্যাঙ্কারে আগুন ধরে যায়। তবে এর ২২ জন কর্মী টাগ বোট দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বন্দরে অবস্থান করা একটি ওয়াটার ব্যালেস্ট ট্যাঙ্ক এবং কার্গো ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার সঙ্গে কারা জড়িত থাকতে পারে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সৌদি জ্বালানি মন্ত্রণালয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠীও দায় স্বীকার করেনি। তবে সৌদিতে দুইটি তেলক্ষেত্র ও মাল্টার একটি ট্যাঙ্কারে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কয়েক সপ্তাহের মধ্যে জেদ্দা বন্দরে এ হামলা হলো।