বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সরকারি খাতে আমদানি করা পণ্য সমুদ্রপথে পরিবহণে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন ( বিএসসি ) কে নিয়োগ দেয়ার আইন সরকারি প্রতিষ্ঠানগুলোই মানছে না। এতে একদিকে মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে, অন্যদিকে বিএসসি’র উন্নতি ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার ১৫ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে একথা জানালেন বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির।
তিনি বলেন, আলোচ্য আইনের সফল বাস্তবায়নের মাধ্যমে বিএসসি আগামীতে লাভজনক সংস্থায় পরিণত হতে পারে। আইনে সরকারি খাতে আমদানি-রপ্তানি পণ্য সমুদ্রপথে পরিবহনে বিএসসিকে অগ্রাধিকার দেয়া হয়েছে। কিন্তু আইন অমান্য করে সরকারি সংস্থাগুলোর নিজস্ব উদ্যোগে পণ্য পরিবহনের প্রবণতা রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, সমস্যাটি বেশ পুরনো। এই নিয়ে পত্র চালাচালি সভা অনেক হয়েছে। সিদ্ধান্তও হয়েছে বিএসসি’র অনুকূলে। কিন্তু কার্যকর হয়নি পুরোপুরি।
‘বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন-২০১৭ এবং বাংলাদেশ পতাকাবাহী জাহাজ ( স্বার্থরক্ষা) আইন-২০১৯ অনুযায়ী সরকারি তহবিলের অর্থে পরিবাহিত পণ্য বিএসসির জাহাজ অথবা বিএসসি কর্তৃক ভাড়া করা জাহাজে পরিবহণ করতে হবে।’
জানা গেছে, জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটির সহযোগিতা নেয়ার জন্য জন্য দফায় দফায় অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ( বিসিআইসি)কে। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকেও শিল্প মন্ত্রণালয়কে এ ব্যাপারে দেয়া হয় পত্র। তারপরও বিসিআইসি গড়িমসি করেছে। এই প্রেক্ষাপটে নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক আহূত আন্তঃ মন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে সরকারি খাতে আমদানি করা পণ্য সমুদ্রপথে পরিবহণে বিএসসি’কে নিয়োগ দিতে হবে। সংস্থাটি তাদের নিজস্ব জাহাজে অথবা ভাড়া করা জাহাজে পরিবহণ করবে পণ্য।
সরকারি কর্মকর্তাদের বাংলাদেশে বিমানে ভ্রমণে বাধ্যবাধকতা রয়েছে। সরকারি অফিসের জন্য গাড়ি রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে নেয়া বাধ্যতামূলক। সরকারি সম্পত্ত্বি বিমা করার ক্ষেত্রে সাধারণ বিমা কর্পোরেশনের মাধ্যমে কভারেজ গ্রহণ করতে হয়। কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএসসি অনুরূপ সুবিধা নিতে পারছে না।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ( বিসিআইসি ), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ( বিপিসি), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি ), খাদ্য মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন সংস্থা প্রচুর আমদানি করে। এক্ষেত্রে বিশেষত বিসিআইসি কর্তৃক সার আমদানিতে বিএসসি’র সহযোগিতা পুরোপুরি নেয়া হয় না।