বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ইফতেখার আহমেদ টিপু।
রোববার (২০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে শেয়ার বিক্রির ঘোষণা দেন।
ডিএসই জানায়, বিদ্যমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ইফতেখার আহমেদ টিপুর ঘোষিত শেয়ারগুলো বিক্রি করবেন।
বর্তমানে তার কাছে ইফাদ অটোস লিমিটেডের ৮ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ১৬২টি শেয়ার রয়েছে।
অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২১ পয়সা।
২০১৯ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ১ টাকা ২১ পয়সা।
তবে কোম্পানির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী- চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭০ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৫১ পয়সা।
কোম্পানির শেয়ার প্রতি সম্পদের দাম আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ইফাদ অটোসের শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা ৪৩ পয়সা। যা ২০২০ সালের জুনের শেষে ছিল ৩৯ টাকা ৭৩ পয়সা।