ইসরাইল: ৭১ বছর বয়সী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছেন। নেতানিয়াহুর সঙ্গে এদিন টিকা নেন তার স্বাস্থ্যমন্ত্রীও। আগামী তিন সপ্তাহের মধ্যে নেতানিয়াহু ও তার স্বাস্থ্যমন্ত্রীকে একটি বুস্টার ডোজ নিতে হবে। আর সেটা নিলে তারা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকবেন।
টিকা নেয়ার পর বর্ষীয়ান এই রাজনীতিবিদ দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আমাকেই প্রথম টিকা দিতে বলেছি, যাতে সাধারণ মানুষ উৎসাহী হয় এবং সাহস পায়।’
সেবা মেডিকেল সেন্টার থেকে এই দৃশ্য বিভিন্ন টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
রবিবার (২০ ডিসেম্বর) থেকে ইসরায়েলের ১০টি হাসপাতাল ও বিভিন্ন টিকাদান কেন্দ্রে করোনার টিকা দেওয়া হবে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমে স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা পাবেন। এরপর সর্বসাধারণের জন্য টিকাদান কর্মসূচি উন্মুক্ত করা হবে। তবে সেখানে ষাটোর্ধ্ব বয়সী নারী-পুরুষেরা অগ্রাধিকার পাবেন। এটা হতে যাচ্ছে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি।
-বিজনেসটুডে২৪ ডেস্ক