নয়াদিল্লি: মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে এস-৪০০ ক্ষেপণাস্ত্র হস্তান্তরের ক্ষেত্রে ভারতকে আশ্বস্ত করল রাশিয়া। সোমবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই স্পষ্ট করলেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোলে কুদাশভ। তিনি জানান, চুক্তিমাফিক সঠিক সময়ের মধ্যে মিসাইল হস্তান্তর করতে দায়বদ্ধ রাশিয়া।
২০১৪ সালে এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করে চিন। এরপরই রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করে ভারত। জানা গিয়েছে, পাকিস্তানের কাছে প্রায় ২০ স্কোয়াড্রন মার্কিন এফ-১৬ বিমান রয়েছে। অন্যদিকে, দিন বদলের সঙ্গে সঙ্গে চিনের থেকেও বিপদের আশঙ্কা ক্রমেই বাড়ছে। স্বাভাবিকভাবেই দেশের সুরক্ষায় এস-৪০০ অনন্য ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।
২০১৮ সালের অক্টোবর মাসে ভারত রাশিয়ার মধ্যে ৫৪০ কোটি ডলারের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়েছিল এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার জন্য। ভারতে পাশাপাশি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে চিন এবং তুরস্কও। বিষয়টি সামনে আসতেই ভারত ও তুরস্কের এস-৪০০ মিসাইল সিস্টেম কেনা ইস্যুতে আপত্তি তুলে ধরেছে আমেরিকা। এমনকি ওয়াশিংটনের তরফে নিষেধাজ্ঞা চাপানোর হুমকিও দেওয়া হয়েছে বলেই খবর।
মার্কিন আপত্তি এবং নিষেধাজ্ঞা খারিজ করে রাশিয়ার তরফে এস-৪০০ মিসাইল সিস্টেমের হস্তান্তর প্রক্রিয়া এগোচ্ছে ঠিক পথেই। এবিষয়ে ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোলে কুদাশভ ভারতকে আশ্বস্ত করে জানিয়েছেন, আমেরিকার একতরফা নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না রাশিয়া। মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে ভারত ও রাশিয়া যৌথভাবে কামোভ ২২৬ অ্যাটাক হেলিকপ্টার, একে ২০৩ রাইফেল তৈরি করবে ভারতের মাটিতেই। কৌশলগত কারণেই রাশিয়া দীর্ঘদিনের বন্ধু ভারতের সঙ্গে এই পদক্ষেপ করেছে। অন্যদিকে, প্রযুক্তিগতভাবে উন্নত করা হবে ভারতের যুদ্ধবিমান সহ অন্য সামরিক সরঞ্জামগুলিকেও।
বিজনেসটুডে২৪ ডেস্ক