Home আন্তর্জাতিক ভূমিকম্পে ঘুম ভাঙল আগ্নেয়গিরির

ভূমিকম্পে ঘুম ভাঙল আগ্নেয়গিরির

ছবি সংগৃহীত

ওয়াশিংটন: ভূমিকম্পের ধাক্কায় ঘুম ভাঙল হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাউইয়া আগ্নেয়গিরির। রবিবার রাত ১০টা ৩৬ মিনিট নাগাদ ভূমিকম্পের পরপরই ওই আগ্নেয়গিরি দক্ষিণ প্রান্তে বিস্ফোরণ ও অগ্ন্যুৎপাত শুরু হয়। আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। শুরু হয় ছাই বৃষ্টি। এরপর স্থানীয় বাসিন্দাদের ঘরবন্দি থাকার আর্জি জানিয়ে নির্দেশিকা জারি করে মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা (ইউএসজিএস)।

রিখটার স্কেলে ৪.৪ মাত্রার ভূমিকম্পের পর লাভা উদ্গীরণ শুরু হয় কিলাউইয়া আগ্নেয়গিরি থেকে। ইউএসজিএসের প্রকাশিত একটি ছবিতে আগ্নেয়গিরির আলোকিত চূড়াটি দেখা গিয়েছে। ২০১৮ সালের পর আবার এদিন এতটা সক্রিয় হতে দেখা গেল কিলাউইয়া আগ্নেয়গিরিকে। সেবার পরপর ভূমিকম্পের জেরে ওই আগ্নেয়গিরি প্রবলভাবে জেগে উঠেছিল। এই কারণে আগ্নেয়গিরির লাগোয়া বসতি অঞ্চল লেল্যানি এস্টেটের ১৫০০ বাসিন্দাকে সরিয়ে নিতে হয়। লাভাস্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু ঘরবাড়িও।