ব্রিটেন, আমেরিকার পরে সিঙ্গাপুরে টিকাকরণ শুরু করেছে ফাইজার-বায়োএনটেক। এশিয়ার দেশগুলির মধ্যে প্রথম সিঙ্গাপুরেই টিকা দিচ্ছে ফাইজার। আর আজ বুধবার দুবাইতে টিকাকরণ শুরু করতে চলেছে ফাইজার-বায়োএনটেক। বিনামূল্যেই দুবাইতে ফাইজারের টিকার বিতরণ হচ্ছে বলে খবর।
দুবাইয়ের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভ্যাকসিন ক্যাম্পেন শুরু হয়েছে শহরে। আগে ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা টিকা পাবেন। তারপরে প্রবীণ নাগরিকরা। এর পরের ধাপে সকলকেই টিকা দেওয়া হবে।
সংযুক্ত আরব আমিরশাহিতে চিনের টিকার ট্রায়াল চলছিল এতদিন। জানা গেছে, সেই টিকার ডোজ নাকি ৮৬ শতাংশ কার্যকরী হয়েছে। দুবাইয়ের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ফাইজারের টিকা ৯৫ শতাংশ কার্যকরী বলেই রিপোর্ট সামনে এসেছে। তাই শহরে আগে ফাইজারের টিকার বিতরণই শুরু হয়েছে।
ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও সচেতন দুবাইয়ের স্বাস্থ্য দফতর। ব্রিটেন ও আমেরিকায় ইতিমধ্যেই ফাইজারের টিকায় তীব্র অ্যালার্জির পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে স্বাস্থ্যকর্মীদের শরীরে। ব্রিটেন জানিয়েছিল, ফাইজারের টিকার ডোজে তীব্র অ্যালার্জি বা অ্যানাফিল্যাক্সিসের উপসর্গ দেখা গেছে। অ্যানাফিল্যাক্সিস হল ‘সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন’ । খাবার, ওষুধপত্র বা বিষক্রিয়ায় এই রোগ হতে পারে। ডিম, দুধ বা বাদাম জাতীয় খাবারেও অনেকের এই রকম অ্যালার্জি হতে দেখা যায়। সাধারণ অ্যালার্জির থেকে অনেকটাই বেশি যন্ত্রণাদায়ক অ্যানাফিল্যাক্সিস। সারা শরীরে র্যাশ হযে যায়, বমিভাবে, মাথাব্যথা দেখা দেয়। রক্তচাপ আচমকা কমে যেতে পারে, পালস রেট কমে যায়। অ্যালার্জি তীব্রভাবে ছড়িয়ে পড়ে মৃত্যুও হতে পারে। তাই অ্যালার্জির ধাত থাকলে ফাইজারের টিকা নেওয়া যাবে না বলে আগেই সতর্ক করা হয়েছে।
ভ্যাকসিন বিশেষজ্ঞরা বলছেন, ফাইজারের টিকায় পলিইথিলিন গ্লাইকল (polyethylene glycol/PEG)নামে এমন এক উপাদান আছে যার কারণে এই অ্যালার্জির রিঅ্যাকশন হতে পারে। এই পলিইথিলিন গ্লাইকল টিকার কার্যকারিতা বাড়ায় যা অন্যান্য ভ্যাকসিনে নেই। তবে সকলের শরীরেই এই প্রতিক্রিয়া হবে তেমনটা নয়। তাই আতঙ্কের কারণ নেই বলেই জানিয়েছে ফাইজার।-বিজনেসটুডে২৪ ডেস্ক