বিশ্বাসভঙ্গের অভিযোগে চীনা প্রশাসন আলিবাবা গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং অচিরেই আলিবাবার প্রযুক্তিখাতের প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপকে তলব করবে বলে জানিয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চীনা নিয়ন্ত্রকরা, জ্যাক মা’র ই-বাণিজ্য ও ফিনটেক সাম্রাজ্যে সর্বশেষ এ ধাক্কার কথা জানায়।
এই তদন্তের পেছনের কারণ হিসবে বলা হচ্ছে, অ্যান্ট গ্রুপ চীনের উদীয়মান ইন্টারনেট স্পেস বাণিজ্যে অপ্রতিযোগিতাকে উৎসাহিত করছে, যাতে তারা বাজারে বাড়তি প্রভাব রাখতে পারে।
গত মাসেই নাটকীয়ভাবে পুজিবাজারে অ্যান্টের ৩ হাজার ৭ শ কোটি ডলারের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর আবেদন বাতিল করে চীন সরকার। যার দু’দিনের মধ্যেই হংকং ও সাংহাই শেয়ারবাজারে লেনদেন শুরুর কথা ছিল রেকর্ড পরিমাণ অর্থের আইপিও ছাড়তে যাওয়া প্রতিষ্ঠানটির।
পুঁজিবাজারে এ ঘটনায় ভালোই ধাক্কা খায় আলিবাবার শেয়ার, হংকংয়ে গত জুলাইয়ের পর সর্বোচ্চ পতন হয়, দাম কমে প্রায় ৯ শতাংশ। যেখানে প্রতিদ্বন্দ্বী মেটুয়ান এবং জেডি ডটকম উভয়ের দাম কমে ২ শতাংশের বেশি।
-বিজনেসটুডে২৪ ডেস্ক