Home First Lead বিশ্বে একদিনেই করোনা শনাক্ত ৪ লাখ ৭২ হাজার

বিশ্বে একদিনেই করোনা শনাক্ত ৪ লাখ ৭২ হাজার

  • সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে

 

আন্তর্জাতিক: এক দিনেই সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪ লাখ ৭২ হাজারের বেশি মানুষ।

ভারতে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২২ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ২৫১ জন। সেখানে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ১ কোটির বেশি আর মোট প্রাণ হারিয়েছে ১ লাখ ৪৭ হাজারের বেশি।

যুক্তরাজ্যে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩২ হাজারের বেশি জন আর প্রাণ হারিয়েছে ৫৭০ জন। সেখানে মোট আক্রান্ত শনাক্ত ২২ লাখ ২১ হাজারের বেশি আর প্রাণ হারিয়েছে ৭০ হাজারের বেশি মানুষ।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। তবে প্রায় ২ মাস পর দেশটিতে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখের কম মানুষ।

একদিনে ৯৮ হাজার ৮৪০ জন আক্রান্তের মধ্যে দিয়ে দেশটিতে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ১ কোটি ৯২ লাখ ছাড়িয়েছে আর ১ হাজার ১৯৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে সেখানে মোট প্রাণ হারিয়েছে ৩ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ।

এর আগে নভেম্বরের ৩ তারিখে যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছিলো ৯৫ হাজার মানুষ। এরপরেই সংখ্যাটা ক্রমাগত বাড়তে থাকে।

সর্বশেষ পাওয়া খবরে সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৮ কোটি ছাড়িয়েছে।

-বিজনেসটুডে২৪ ডেস্ক