ঢাকা: প্রয়োজনীয় তথ্য: ভোক্তাবান্ধব নীতি, দায়িত্বশীলতায়, প্রযুক্তিনির্ভর পরিবেশে। সবচেয়ে যোগ্যদের চাকরির বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ ও উন্নতি প্রদান করা হয়। নারী ও পুরুষের সমানাধিকার সর্বক্ষেত্রে প্রয়োগ করা হয়। অত্যন্ত সুনামের এসআইবিএল দ্বিতীয় প্রজন্মের, ইসলামি শরিয়াহ্ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক। সব কার্যক্রম ও লেনদেন সুচারুভাবে পরিচালিত হয়।
পদ : প্রবেশনারি অফিসার বা পরীক্ষাধীন কর্মকর্তা।
যেসব যোগ্যতা প্রয়োজন : ১. শিক্ষাগত জীবনের শেষ পর্যায়ে বাণিজ্যের যেকোনো শাখা থেকে এমবিএ, এমবিএম (বাংলাদেশ ইনিস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট’র) বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পাওয়া যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের অনার্সসহ মাস্টার্স।
২. শিক্ষাজীবনের সবগুলো চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণি বা প্রথম বিভাগ পেতে হবে। জিপিএ ব্যবস্থায় এসএসসি ও এইচএসসিতে ৫.০০’র মধ্যে ৪.৫০ থাকতে হবে বা সমমান হতে হবে। অনার্স ও মাস্টার্সে সিজিপিএ ৪.০০’র মধ্যে অন্তত ৩.০০ বা ৫.০০ সিজিপিএর মধ্যে ৪.০০ পেতে হবে।
৩. কারও কোনো বৈদেশিক শিক্ষাগত বা কর্মদক্ষতা উন্নয়ন ডিগ্রি থাকলে আবেদনপত্রের সঙ্গে সত্যায়িত আকারে জমা দিতে হবে। অতিরিক্ত যোগ্যতা বিবেচিত হবে।
৪. নির্ধারিত পদে কর্মকর্তাদের নির্বাচনে পুরোপুরি মেধাক্রম অনুসরণ করা হবে।
৫. আবেদন বাছাইয়ের মাধ্যমে নির্বাচিতদের লিখিত পরীক্ষায় আহ্বান করা হবে।
৬. যারা ভালো মান লাভ করবেন, তাদেরই কেবল মৌখিকে ডাকা হবে। বাংলাদেশের যেকোনো শাখা বা ব্যাংকিং ব্যবস্থায় কাজ করবেন।
৭. কোনো প্রার্থীর বয়স ২০২১ সালের ১০ জানুয়ারির মধ্যে ৩০ বছরের বেশি হওয়া যাবে না।
প্রদেয় সুবিধাদি :
১. এক বছর মেয়াদে প্রবেশনারি অফিসার পদে প্রবেশন পিরিয়ড বা পরীক্ষাধীন সময়কাল হিসেবে চাকরি করবেন।
২. এই সময়ে তারা সব সুবিধা একত্রে আছে এমন হিসেবে মোট ৪০ হাজার টাকা মাসে বেতন লাভ করবেন।
৩. সময়কালে তাদের আচার, কর্ম ও ব্যাংকিং এবং প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম, কানুন কীভাবে পালন করছেন; সবই ভালোভাবে খেয়াল করা হবে।
চূড়ান্ত নিয়োগের পর :
১. অফিসার পদে তারা যোগদান করবেন ও এসআইবিএলর বর্তমান বেতন স্কেল এবং কর্মকর্তাদের জন্য গ্রহণীয় সব সুবিধা লাভ করবেন। তবে : ১. ‘সার্ভিস এগ্রিমেন্ট’ নামের ব্যবস্থাটিতে যোগদানের দিনটি থেকে চার বছর তাদের এ ব্যাংকেই কাজ করতে হবে।
খেয়াল রাখুন : ১. অসম্পূর্ণ, কোনো প্রমাণপত্রের মূলকপি এবং ই-মেইলে অসম্পূর্ণভাবে পাঠানো কোনো আবেদন গ্রহণ করা হবে না।
যেভাবে আবেদন করতে হবে : যারা আবেদন ও কাজ করবেন সিদ্ধান্ত নেবেন, সেই যোগ্যদের পুরো প্রক্রিয়ার জন্য¨ www.siblbd/career নামে ব্যাংকের ওয়েবসাইটের নির্দিষ্ট শাখাটি ভালোভাবে অনুসরণ করতে হবে। সেভাবে পূর্ণ আবেদন করে সম্প্রতি তোলা একটি পাসপোর্ট আকারের ছবি (অনলাইনে জেপিজি ফরম্যাটে ৩০-৫০ কিলোবাইটে) যুক্ত করে সার্টিফিকেটগুলো (১০০-২০০ কিলোবাইটে) দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণ করে দিতে হবে। এরপর প্রত্যেককে একটি করে ট্র্যাকিং নম্বর দেওয়া হবে। পরের কার্যক্রমগুলোতে সেটি প্রয়োজনীয় হবে।
আবেদনের শেষ সময় : ১০ জানুয়ারি, ২০২১। প্রয়োজনে: সিনিয়র এক্সিটিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব দি হিউম্যান রিসোর্সেস ডিভিশন, এসআইবিএল।
-বিজনেসটুডে২৪ ডেস্ক