সৌদি আরব: করোনা ভ্যাকসিন নিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। শুক্রবার (২৫ ডিসেম্বর) তিনি ভ্যাকসিন গ্রহণ করেন।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ নাগরিকদের ভ্যাকসিন সরবরাহ এবং ভ্যাকসিন কর্মসূচি নিয়ে ক্রমাগত অনুপ্রেরণা দিয়ে যাওয়ায় প্রিন্স সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।
এক প্রতিবেদনে দ্য হিল বলেছে, চলতি মাসের শুরুর দিকে ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিন হাতে পেয়েছে সৌদি আরব। ফলে ভ্যাকসিন গ্রহণের অপেক্ষায় আছে দেশটির সাধারণ মানুষ।
ডা. আল রাবিয়াহ’র বরাত দিয়ে আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিশন ২০৩০ কাঠামোর আওতায় একটি নীতি হচ্ছে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। দেশের মানুষের স্বাস্থ্যের বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। সে কারণেই নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে এবং তা সঠিক সময়ে সৌদির স্থানীয় বাসিন্দা ও নাগরিকদের প্রদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সৌদিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৯০৩ জন। দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৫২ হাজার ৮১৫ জন। অর্থাৎ দেশটিতে আক্রান্তের তুলনায় অধিকাংশই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে। করোনায় আক্রান্ত হয়ে সৌদিতে এখন পর্যন্ত ৬ হাজার ১৬৮ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন।
-বিজনেসটুডে২৪ ডেস্ক