সুনামগঞ্জ: সুনামগঞ্জে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ২১০০ কেজি ভারতীয় আতব চাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি (বাংলাদেশ)।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম আর্টিলারি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে সমঝোতা করে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের এপারের একদল চোরাচালানি বিপুল পরিমাণ ভারতীয় চাল অভিনব কায়দায় বস্তা বদল করে।
পরে উপজেলার বাদাঘাট বাজারে নিয়ে আসার পথে বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বালিয়াঘাট বিওপির বিজিবির টহল দল লালঘাট এলাকায় শুক্রবার রাতে ওই চালানটি আটক করে।
শনিবার (২৬ ডিসেম্বর) জব্দকৃত চাল সুনামগঞ্জ কাস্টমসে জমা দেয়া হয়েছে।
-বিজনেসটুডে২৪ ডেস্ক