বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৭ বিশিষ্ট ব্যক্তি বাংলা একাডেমির ম্মানসূচক ফেলোশিপ-২০২০ পেয়েছেন।
শনিবার (২৬ ডিসেম্বর) একাডেমি প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির সাধারণ পরিষদের বার্ষিক সভায় এই পুরস্কার প্রদান করা হয়।
মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজন এবং তাঁদের প্রতিনিধিদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান এবং মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
অনুষ্ঠানে একাডেমির প্রয়াত সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে নিবেদিত, হাবীবুল্লাহ সিরাজী ও পিয়াস মজিদ সম্পাদিত বাংলা একাডেমি ও আনিসুজ্জামান গ্রন্থের উন্মোচন করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন: ১. ডা. সারওয়ার আলী (মুক্তিযুদ্ধ), ২. নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা), ৩. নুহ-উল-আলম লেনিন (সমাজদর্শন ও সাহিত্য), ৪. অধ্যাপক ডা. একে আজাদ খান (চিকিৎসাসেবা), ৫. লিয়াকত আলী লাকী (সংস্কৃতি), ৬. জুয়েল আইচ (জাদুশিল্প) এবং ৭. মনজুরুল আহসান বুলবুল (সাংবাদিকতা)।
এছাড়াও বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২০, একাডেমি পরিচালিত সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২০, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২০ এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২০ প্রদান করা হয়।
শিল্পী সাধন ঘোষ বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২০; প্রাবন্ধিক রফিক কায়সার সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২০; শিশুসাহিত্যিক শাহরিয়ার কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২০ এবং প্রাবন্ধিক জুলফিকার মতিন সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২০-এ ভূষিত হয়েছেন।
রবীন্দ্র পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা; সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা; কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা