Home জাতীয় অনলাইনের আওতায় বুড়িমারী স্থলবন্দর

অনলাইনের আওতায় বুড়িমারী স্থলবন্দর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ‘ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যার উদ্বোধনের মধ্য দিয়ে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরকে অনলাইনের আওতায় আনা হয়েছে।

রবিবার (২৭ ডিসেম্বর) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ‘ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’র উদ্বোধন করেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বুড়িমারী স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর। এটা একটা সূচনা। বাকি স্থলবন্দরগুলোকেও এই ব্যবস্থাপনার আওতায় আনার বিষয়ে বলা হচ্ছে। স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানাব।

তিনি বলেন, আমি আশা করি ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু হওয়ার মধ্য দিয়ে বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে, স্বচ্ছতা আসবে, হয়রানি কমে আসবে। সেবার মানও অনেক বাড়বে বলে আমি মনে করি

এ সময় এটুআই-এর ডিজিটাল সার্ভিস এক্সিলারেটরের চিফ ই-গভর্নেন্স স্ট্রাটেজিস্ট ফরহাদ জাহিদ শেখ বলেন, ‘এই অনলাইন ব্যবস্থায় আমদানি ও রপ্তানিকারকরা বিভিন্ন সুবিধা পাবেন। ই-পোর্ট মোবাইল অ্যাপস, স্বয়ংক্রিয়ভাবে আমদানি করা পণ্য বন্দরে প্রবেশের তথ্য, পণ্যের ওজনের তথ্য ও তৎক্ষণাৎ ইমেইলে পাঠানোর ব্যবস্থা থাকবে। আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট পোর্টাল, পণ্য পোস্টিং ও স্বয়ংক্রিয়ভাবে প্রসেস করা বিলের তথ্য পাওয়ার সুবিধা বিরাজমান আছে।’

তিনি বলেন, ‘আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের জন্য আলাদা আলাদা গ্রাহক পোর্টাল থাকলে সেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমদানি করা পণ্যের বিল, পণ্য সংক্রান্ত যাবতীয় তথ্যাদি দেখা ও ট্র্যাকিং করার সুযোগ থাকবে। বন্দরের বিলিং সিস্টেম সম্পূর্ণ জেনারেটেড থাকবে, এতে ম্যানুয়াল বিল তৈরি ও গরমিলের কোনও সুযোগ নেই। আমদানি করা পণ্য বন্দরের শেড ইয়ার্ডে পোস্টিংয়ের তথ্য তাৎক্ষণিক আমদানিকারকের কাছে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে চলে যাবে।’

প্রতিটি শেডকে গ্রাফিক্যাল ভিউয়ে ডিজাইন করা হয়েছে, এর মাধ্যমে শেডের রিয়েল টাইম পণ্যের অবস্থাও জানা যাবে। গেইটে সিস্টেম জেনারেটেড বারকোড গেট পাস রয়েছে। এতে বন্দরের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। আমদানি ও রপ্তানিকারকদের অনলাইনে পণ্য ডেলিভারির জন্য আবেদনের সুযোগ পাবে। আমদানিকারক ও সিঅ্যান্ড এফ এজেন্টরা বন্দরের বিল, মাশুল, চার্জ মোবাইল ও অনলাইন ব্যাংকিং এবং ডেভিড-ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবে বলেও জানান ফরহাদ জাহিদ।

অনুষ্ঠানে এটুআই-এর কর্মকর্তারা জানান, বুড়িমারী স্থলবন্দরের ‘ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ এখন অন্যান্য স্থলবন্দরেও স্বল্প ব্যয়ে চালু করা যাবে।

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও যুক্ত ছিলেন।

এ সময় লালমনিরহাটের সংসদ সদস্য মো. মোতাহার হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান, আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সওদাগর, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ইকবাল আহমেদ ফখরুল হাসান (রাসেল) প্রমুখ বক্তব্য দেন।

একসেস টু ইনফরেমেশন(এটুআই) এর সহায়তার ৬৩ লাখ টাকায় এই সফটওয়্যারটি চালু করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।