Home Second Lead ধানের ভাল দাম পেয়ে কৃষকরা খুশি

ধানের ভাল দাম পেয়ে কৃষকরা খুশি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

দিনাজপুর: আমনের ভরা মৌসুম। বাজারে ধানের আমদানিও বেশ। দাম চড়া। এবার সর্বোচ্চ দামে ধান বিক্রি হচ্ছে দিনাজপুরে।

 চড়া দাম পেয়ে কৃষক ও মিল মালিকরা খুশি।

কৃষকরা জানান, দাম বাড়ার কারণ হচ্ছে এবার ধানের আবাদ কম হয়েছে। পাঁচ বছর যেন এই বাজারটা থাকে। তাহলে আমরা কৃষকরা লাভবান হবো।

ধানের দাম বাড়ার প্রভাব পড়েছে চালের বাজারে। আটাশ চালের ৫০ কেজির বস্তা ২৪শ’ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ২৬শ’ টাকায়। আর ২৬শ’ টাকার মিনিকেট ২৮শ’, ১৯শ’ টাকার গুটি স্বর্ণা ২১শ’ এবং ২১শ’ টাকার সুমন স্বর্ণা ২৩শ’ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে ৭৫ কেজির প্রতি বস্তা সুমন স্বর্ণ, গুটি স্বর্ণ, উফসীসহ বিভিন্ন মোটা জাতের ধান বিক্রি হচ্ছে ২২শ’ থেকে ২৩শ’ টাকায়। জিরা কাটারী, কাটারী, চিনিগুরাসহ সরু ধান ৩৫ থেকে ৩৬শ’ টাকা।

বিক্রেতারা জানান, চালের দাম বাড়ছে। মিলে গেলে তারা বলছে ধানের দাম বেশি তাই আমার চালের দামও বেশি। মিল মালিকরা যেভাবে দাম ধরে সেইভাবে আমরা কিনে এনে বিক্রি করে থাকি।

দিনাজপুরের মিল মালিক আজিজুল ইকবাল চৌধুরী বলেন, এখনই যদি আমদানির পরিমাণ বাড়ানো না হয় তাহলে আমার মনে হয় সামনের দিকে বাজার হয়তো আরও বাড়তির দিকে যেতে পারে।