ময়মনসিংহ:
জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে ধর্মঘট করছেন চিকিৎসকরা। ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন রোগী ও স্বজনেরা।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর বন্ধ রেখেছেন তারা।
আন্দোলনরত চিকিৎসকরা মঙ্গলবার বিকাল থেকে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ও চেম্বার এবং অপারেশন কার্যক্রম বন্ধ রেখেছেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. মতিউর রহমান ভূঁইয়া জানান, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন।
বুধবার সন্ধ্যায় সভা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন, জানান তিনি।
-বিজনেসটুডে২৪ ডেস্ক