Home অন্যান্য বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে

বিজনেসটুডে২৪ ডেস্ক

২০২০ সাল বাড়তি দামে খাবার কেনার মধ্যদিয়ে শুরু করেছিল বিশ্ববাসী। মাঝে কিছুটা কমে এলেও করোনা মহামারীর প্রকোপ যত বেড়েছে, খাবারের দাম ততই চাঙ্গা হয়ে উঠেছে। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের (এফএও) গ্লোবাল ফুড প্রাইস ইনডেক্স অনুযায়ী, বিদায়ী বছরের প্রথম মাসে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের গড় মূল্যসূচক ছিল ১০২ দশমিক ৫ পয়েন্ট। মে মাস নাগাদ খাদ্যপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক ৯১ পয়েন্টে নেমে আসে, যা ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন। তবে টানা পতন কাটিয়ে জুনে ঘুরে দাঁড়ায় খাদ্যপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক। ওই মাসে খাদ্যপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক ছিল ৯৩ দশমিক ১ পয়েন্ট। এরপর থেকে সূচকমানে আর মন্দা ভাব দেখা যায়নি। বাড়তে বাড়তে গত নভেম্বরে খাদ্যপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক দাঁড়ায় ১০৫ পয়েন্টে। করোনা মহামারীর মধ্যে এটাই খাদ্যপণ্যের সর্বোচ্চ বৈশ্বিক মূল্যসূচক। একই সঙ্গে ২০১৪ সালের ডিসেম্বরের পর এটাই এ সূচকে সর্বোচ্চ রেকর্ড।