Home আন্তর্জাতিক স্টিল উৎপাদনে ধস

স্টিল উৎপাদনে ধস

বিজনেসটুডে২৪ ডেস্ক

করোনা মহামারী বৈশ্বিক ইস্পাত উৎপাদনে ধস নামিয়েছে। গত এপ্রিলে বিশ্বজুড়ে শিল্প ধাতুটির সম্মিলিত উৎপাদন ১৩ কোটি ৬৯ লাখ টনে নেমে আসে। যদিও এরপর থেকে একটু একটু করে বেড়েছে ইস্পাতের বৈশ্বিক উৎপাদন। তবে সংকটকালীন মূল্যবৃদ্ধির পুরোপুরি লাগাম টানা এখনও সম্ভব হয়নি। যদিও মহামারীর সময় বেশির ভাগ দেশে ইস্পাত উৎপাদন ও রপ্তানি কমেছে। তবে ব্যতিক্রম চীন। সংকটকালেও দেশটির ইস্পাত শিল্প শক্তিমত্তার পরিচয় দিয়েছে।