Home Second Lead বিশ্বে একদিনে শনাক্ত সাড়ে ৫ লাখ

বিশ্বে একদিনে শনাক্ত সাড়ে ৫ লাখ

বিজনেসটুডে২৪ ডেস্ক:

বিশ্বে একদিনে পাঁচ লাখ ৪৯ হাজার লোকের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া মারা গেছে ৮ হাজার ১৪০ জন।

আক্রান্তের দিক থেকে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৯ লাখ ৭৫ হাজার।আর মোট মৃত্যু ১৮ লাখ ছাড়িয়েছে।

করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। জন্স হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুসারে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে দুই কোটি ৯ লাখ ৪৭ হাজার ১ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৬৮২ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ২ হাজার ১০৭ জন, শনাক্ত হয়েছে ২ লাখ ৩২ হাজারের বেশি মানুষ।

করোনা শনাক্তের হিসেবে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে এক কোটির বেশি লোক। একদিনে মৃত্যু হয়েছে ২৬৬ জন, আক্রান্ত হয়েছে ২১ হাজার ২২২ জন।

তবে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃত্যু কমে আসলেও রোববার সকাল পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু মেক্সিকোতে। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭০০ জন,অন্যদিকে ব্রাজিলে ৩০১ জন। এছাড়া সংক্রমণ হার বৃদ্ধি পেয়েছে ইউরোপের দেশগুলোতে। একদিনে মৃত্যু ইটালিতে ৩৬১, জার্মানিতে ২৩৪, ফ্রান্সে ১৫৬ জন। এছাড়া রাশিয়াতে মৃত্যু ৪৪৭, যুক্তরাজ্যে ৪৪৫, সাউথ আফ্রিকায় ২৮৮, কানাডা ১০৯ জন।