সৌদি আরব: সৌদি ভ্রমণে অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। তবে করোনাভাইরাসজনিত কিছু বিধিনিষেধ বজায় রাখা হয়েছে।
স্থানীয় সময় রবিবার (০৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছে গালফ নিউজ।
করোনা মহামারী নিয়ন্ত্রণে আনতে ২০ ডিসেম্বর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে সৌদি সরকার।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরনটি ছড়িয়েছে সেসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের আগে অন্তত ১৪ দিন ওই দেশগুলোর বাইরে অবস্থান করতে বলা হয়েছে।
বিদেশে থেকে আসা সৌদি নাগরিকদের জন্যও কিছু নির্দেশনা দেয়া হয়েছে। যারা মানবিক এবং জরুরি কাজে করোনা জর্জরিত দেশগুলো থেকে ফিরবেন, তাদের নিজ বাড়িতে ১৪ দিন পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে।
সৌদি আরবে করোনা এখন কিছুটা নিয়ন্ত্রণে। দেশটি ইতিমধ্যে ভ্যাকসিন দেয়া শুরু করেছে।