ঢাকা: মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আবারও ইসলামী আন্দোলনের আমীরের দায়িত্ব পেয়েছেন। মহাসচিবের দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের দিনব্যাপী অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক থেকে এই কমিটি ঘোষণা করা হয়।
ইসলামী আন্দোলনের নতুন এই কমিটিতে সহকারী মহাসচিব পদে থাকছেন মাওলানা আব্দুল কাদের, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কে এম আতিকুর রহমান। তার সহকারী হিসেবে সহ-সাংগঠনিক সম্পাদক পদে থাকছেন অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, বরকতুল্লাহ লতিফ, জি এম রুহুল আমিন, মাওলানা শোয়াইব আহমাদ, মাওলানা সিরাজুল ইসলামও অ্যাডভোকেট মাহমুদুল হাসান।
এছাড়া, মজলিশে শুরার সিদ্ধান্ত অনুযায়ী দলের মজলিসে সাদারাতের সদস্য হিসেবে স্থান পেয়েছেন, মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক আজাদ, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী ও অধ্যাপক মাহবুবুর রহমান।
আগের মতোই দলের নতুন কমিটির নায়েবে আমিরের দায়িত্ব পেয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই), মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা আব্দুল হক আজাদ। যুগ্মমহাসচিবের দায়িত্বে থাকছেন মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
সম্পাদকীয় পদগুলোর মধ্যে দপ্তরে মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রচার ও দাওয়াহতে মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, অর্থ ও প্রকাশনাতে আলহাজ হারুনুর রশিদ, ছাত্র ও যুব বিষয়কে মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, শিক্ষা ও সংস্কৃতিতে মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, প্রশিক্ষণে মুফতি হেমায়েতুল্লাহ, আইন ও মানবাধিকারে অ্যাডভোকেট লুত্ফর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিতে ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম তালুকদার, কৃষি ও শ্রমে আলহাজ আব্দুর রহমান, আন্তর্জাতিক বিষয়কে মুফতি সৈয়দ মুহাম্মদ নুরুল করীম, শিল্প ও বাণিজ্যে আলহাজ জান্নাতুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়কে অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন, তথ্য ও গবেষণায় মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী এবং সংখ্যালঘু বিষয়কে মাওলানা মকবুল হোসেন দায়িত্ব পেয়েছেন।
সহকারী সম্পাদকীয় পদগুলোর মধ্যে প্রচার ও দাওয়াহতে হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ, অর্থ ও প্রকাশনায় আলহাজ মনির হোসেন, প্রশিক্ষণে মুফতি দিলাওয়ার হোসাইন সাকী এবং আইন ও মানবাধিকারে অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার দায়িত্ব পেয়েছেন। কমিটির সদস্য হয়েছেন আলহাজ্ব সেলিম মাহমুদ।
বিজনেসটুডে২৪ ডেস্ক