Home শেয়ারবাজার ৯৯ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

৯৯ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে মোট ৪১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ৮ লাখ ৭৯ হাজার ৭২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৯ কোটি ৮৬ লাখ টাকা।

রবিবার (০৩ জানুয়ারি) ডিএসই সূত্র জানায়, মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৭২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা, বারাকা পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিডি ফিন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেক্সিমকো ফার্মা, ডিবিএইচ, ফাইন ফুডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ইন্দোবাংলা ফার্মা, আইডিএলসি ফিন্যান্স, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জেএমআই সিরিঞ্জ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, নুরানী ডাইং, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারমাউন্ট টেক্সটাইল, রিং শাইন, রবি, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যাইল ক্রাফট,ট্রাস্ট ব্যাংক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এসএস স্টিল ৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন কেবলস ৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।