বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: তৃতীয় প্রান্তিকের ফলাফল প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ।
২০২০ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি উক্ত প্রান্তিকের প্রকাশ করেছে। অন্তবর্তীকালীন আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে কোম্পানিটি ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্র জানায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। সর্বশেষ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৭ পয়সা। এবং জানুয়ারি-সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহের পরিমাণ ছিল ৩ টাকা ২০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৭ টাকা ৪৪ পয়সা।