হংকং: কঠোর সমালোচনা ও বিরোধিতা উপেক্ষা করে গত বছর হংকংয়ের জন্য নতুন জাতীয় নিরাপত্তা আইন পাস করে চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপল’স অব কংগ্রেসের সংসদীয় কমিটি। শুরু থেকেই এই আইনের তীব্র বিরোধিতা করেছে হংকংয়ের গণতন্ত্রপন্থীরা। তারা বলছেন, এই আইন হংকংয়ের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার ঘোরবিরোধী।
বিতর্কিত এই জাতীয় নিরাপত্তা আইনে এবার হংকংয়ে গণতন্ত্রপন্থীদের গণ-গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। গণতন্ত্রপন্থীদের বরাত দিয়ে বিবিসি বলছে, নতুন নিরাপত্ত আইনের অধীনে প্রায় ৫০ জন আইন প্রণেতা ও নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
হংকংয়ের ডেমোক্র্যাটিক পার্টির ফেসবুক পেজে বলা হয়, গ্রেপ্তারকৃতরা আইনসভা নির্বাচনের জন্য ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে প্রাথমিক নির্বাচনের সঙ্গে জড়িত ছিলেন।
-বিজনেসটুডে২৪ ডেস্ক