Home পণ্যবাজার চাল আমদানিতে শুল্ক কমলো

চাল আমদানিতে শুল্ক কমলো

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) এ নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনিআর। 

প্রজ্ঞাপনে বলা হয়, পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হলেও চাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। 

এর আগে গেল সেপ্টম্বরের মাঝামাঝিতে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিলে ঢাকাসহ দেশের সব বাজারে বাড়তে থাকে এই নিত্যপণ্যের দাম। সে সময় অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি সহজ করতে এই আমদানি শল্ক তুলে নেওয়া হয়েছিল। এবার আবার তা আরোপ করা হল। আর চাল আমাদনির জন্য ব্যবসায়ীদের কাছ থেকে আবেদন জমা নেয়ার মধ্যেই আমদানি সহজ করতে সরকার শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল।

-বিজনেসটুডে২৪ ডেস্ক