Home জাতীয় খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা তাপসের

খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা তাপসের

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিগত মেয়র সাঈদ খোকনের দেওয়া বক্তব্যে মানহানির অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র ফজলে নূর তাপস।

সোমবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে টিটিপাড়ায় পানির পাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ওয়াসা যেসব খালগুলো সিটি করপোরেশন কর্তৃপক্ষে কাছে হস্তান্তর করেছে, তার মধ্যে যেগুলো ঠিকঠাক নেই সেগুলো নেওয়া হবে না।

প্রসঙ্গত, শনিবার (৯ জানুয়ারি) রাজধানীতে এক মানববন্ধনে শেখ ফজলে নূর তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন দাবি করে সাবেক মেয়র সাঈদ খোকন অভিযোগ করেন, ফজলে নূর তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ করেছেন এবং করছেন।

অর্থের অভাবে দক্ষিণ সিটি করপোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেয়র তাপস সিটি করপোরেশন আইন ২০০৯ ২য় ভাগের ২য় অধ্যায়ের অনুচ্ছেদ ৯ (২) (জ) অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

-বিজনেসটুডে২৪ ডেস্ক