Home জাতীয় বাণিজ্য জটিলতা দূর করতে একমত বাংলাদেশ-ভারত

বাণিজ্য জটিলতা দূর করতে একমত বাংলাদেশ-ভারত

বিজনেসটুডে২৪ ডেস্ক:

বাণিজ্য জটিলতা দূর করতে উদ্যোগ গ্রহণে একমত বাংলাদেশ-ভারত। সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলেও ধারণা দুই দেশের। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে গতকাল সোমবার সচিবালয়ে তার অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর মতবিনিময়কালে তারা বাণিজ্য জটিলতা দূর করতে একমত পোষণ করেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নিলে বাণিজ্য বাধাগুলো দূর করে উভয় দেশের বাণিজ্য বাড়ানো সম্ভব। অশুল্ক বাধাগুলো নিয়ে আলোচনা করা যায়। সীমান্তে কাস্টমস ব্যবস্থাপনার উন্নতি করে বাণিজ্য বাড়ানো সম্ভব। এ জন্য দুই দেশকেই উদ্যোগ নিতে হবে। দুই দেশের মধ্যে বিরাজমান বাণিজ্য জটিলতা দূর করার জন্য উদ্যোগ নেওয়া হবে। আন্তরিকতার সঙ্গে কাজ করলে সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব, বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আলোচনার মাধ্যমে সমস্যাগুলো আগেই সমাধান করা যেত। প্রয়োজনীয় উদ্যোগের অভাবে তা হয়নি। নতুন করে আলোচনা শুরুর সুযোগ এসেছে। এখন সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে বলে আমার বিশ্বাস। ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীও একই মত পোষণ করেন।

তিনি বলেন, রামগড় সীমান্তে ব্রিজ নির্মাণের ফলে দুই দেশের আমদানি ও রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে কাস্টম হাউজ ও ইমিগ্রেশন ব্যবস্থা চালু করে কার্যক্রম শুরু করা সম্ভব। এর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সীমান্তে কাস্টমসের আনুষ্ঠানিকতা সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৯৬ দশমিক ৩৮ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে আমদানি করেছে ৫ হাজার ৭৭৪ মিলিয়ন ডলার মূল্যের পণ্য। বাণিজ্য জটিলতা দূর হলে ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে।