Home জাতীয় এলপিজি’র দাম নির্ধারণে গণশুনানি চলছে

এলপিজি’র দাম নির্ধারণে গণশুনানি চলছে

ফাইল ছবি

ঢাকা: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণে গণশুনানি চলছে। শুনানিতে উপস্থিত রয়েছেন বিইআরসি চেয়ারম্যান মো. আব্দুল জলিল, সদস্য মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মো. বজলুর রহমান, কামরুজ্জামান, কারিগরি মূল্যায়ন কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ একেএম শামসুল হক খান মেমোরিয়াল হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ শুনানির আয়োজন করে।

বেলা ১১টা থেকে শুনানি শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

আজকে শুনানি যদি শেষ না হয় তাহলে আগামী ১৭ ও ১৮ জানুয়ারিতেও শুনানি হবে। পরে আগামী ২৪ জানুয়ারি লাইসেন্সি ও স্বার্থসংশ্লিষ্টদের সঙ্গে শুনানি পরবর্তীতে লিখিত মতামত দেওয়া যাবে বলে কমিশন জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিশনের নির্দেশে সরকারি ও বেসরকারি কোম্পানিগুলো গত ১৫ ডিসেম্বরের মধ্যে তাদের দামের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেয়। এতে সরকারি কোম্পানি বিপিসির অধীন এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৭০০ টাকা করা এবং বেসরকারি কোম্পানিগুলোর পক্ষে এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) কমিশনের কাছে ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ২৬৯ টাকা করার প্রস্তাব দেয়।

দেশে লাইসেন্সপ্রাপ্ত ২৮টি বেসরকারি কোম্পানির মধ্যে ২০টি এলপিজি আমদানি করছে। এগুলোর বাইরে এলপি গ্যাস লিমিটেড একমাত্র সরকারি প্রতিষ্ঠান হিসেবে এলপিজি বিপণন করছে। বিইআরসির নির্দেশনায় বেসরকারি কোম্পানিগুলো প্রস্তাব পাঠাতে এবং শুনানিতে অংশগ্রহণ করতে সম্মত হলেও তা এড়িয়ে গেছে খোদ সরকারি কোম্পানি। এ বিষয়ে তারা বিপিসির নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে বলে বিইআরসিকে জানিয়েছে।

-বিজনেসটুডে২৪ ডেস্ক