বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রবি আজিয়াটা দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। শেয়ারবাজারে আসার পর ১৫ দিনে দাম বেড়েছে ৬০১ শতাংশ।
১৫ কার্যদিবসের মধ্যে ১৪ দিনই দাম বৃদ্ধির সীমা স্পর্শ করেছে। বৃহস্পতিবার দিন শেষে ১০ টাকা অভিহিত মূল্যের এ শেয়ারের দাম বেড়ে ৭০ টাকা ১০ পয়সায় পৌঁছেছে। সে হিসেবে ১৫ দিনের লেনদেনে শেয়ারটির দাম বেড়েছে ৬০১ শতাংশ।
বৃহস্পতিবার রবির মোট ১ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার হিসেবে রবির এই শেয়ারের মোট মূল্য ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। ঢাকার পুঁজিবাজারে এটাই এদিন কোনো শেয়ারের সর্বোচ্চ লেনদেন।
রবির শেয়ারের ১৫ দিনের লেনদেনের মধ্যে গত বুধবারই এর দাম দৈনিক বৃদ্ধির সর্বোচ্চ সীমা স্পর্শ করেনি। সেদিন এ শেয়ারের দাম বেড়েছিল ৬০ পয়সা বা এক শাতাংশের মত।
গত এক মাসে যেসব শেয়ারের দর ৫০ শতাংশের বেশি বেড়েছে, সেসব কোম্পানির বিষয়ে গত মঙ্গলবার তদন্ত করার ঘোষণা দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সেই সংবাদে বুধবার পুঁজিবাজারে দর ও সূচকের পতন হয়। সেই সিদ্ধান্ত স্থগিত করলে বৃহস্পতিবার ডিএসই সূচক ২৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়, রবির শেয়ারও আবার দৈনিক দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা স্পর্শ করে।
শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, “শেয়ারের দাম বাড়ার তদন্তের খবরে বিনিয়োগকারীরা ভয় পেয়ে গিয়েছিল। নির্দেশনা স্থগিত করায় আবার আগের অবস্থায় ফিরে এসেছে।”