Home আন্তর্জাতিক ফিলিস্তিনে ১৫ বছর পর নির্বাচন ঘোষণা

ফিলিস্তিনে ১৫ বছর পর নির্বাচন ঘোষণা

ফিলিস্তিন: ১৫ বছরে এই প্রথমবার সংসদীয় এবং প্রেসিডেনসিয়াল নির্বাচন ঘোষণা করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আব্বাসের অফিস থেকে শুক্রবার একটি ডিক্রি জারি করে জানানো হয়েছে আইনসভা নির্বাচন হবে ২২ মে। এরপর প্রেসিডেনসিয়াল ভোট ৩১ জুলাই।

আলজাজিরা জানিয়েছে, দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ মেটানোর এই নির্বাচন চলতি বছরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে। দেশটির প্রধান দুই পক্ষ ফাতাহ ও হামাস গত সেপ্টেম্বরে জানায় প্রায় পনেরো বছরের মধ্যে প্রথম কোনো নির্বাচন নিয়ে তারা ঐক্য পৌঁছেছে।

ফিলিস্তিনে সর্বশেষ সংসদীয় নির্বাচন হয় ২০০৬ সালে। সবাইকে অবাক করে হামাস সেই নির্বাচনে জিতে যায়। তবে ফাতাহর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে কেন্দ্রীয়ভাবে সরকার গঠন করতে না পেরে গাজা নিয়ন্ত্রণ নেয় ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের দলটি।

-বিজনেসটুডে২৪ ডেস্ক