Home কৃষি বগুড়ার বাঁধাকপি বিদেশ যাচ্ছে

বগুড়ার বাঁধাকপি বিদেশ যাচ্ছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বগুড়া: সবজি রপ্তানির তালিকায় যুক্ত হলো বাঁধাকপি। বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহাদুজ্জামান জানান, বাংলাদেশের বাঁধাকপি এখন বিদেশে রপ্তানি হচ্ছে। বগুড়ায় উৎপাদিত সবজির মধ্যে বাঁধাকপি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ ৬টি দেশে রপ্তানি হচ্ছে।

শিবগঞ্জ উপজেলার সাগর হোসেন বাঁধাকপি পাঠানোর উদ্যোক্তা। তার মাধ্যমে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় যাচ্ছে বগুড়ার বাঁধাকপি। এই দুই দেশে ১ হাজার ৫০ টন বাঁধাকপি পাঠানোর জন্য তিনি ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন।

এরই মধ্যে প্রায় ৭শ টন অর্থাৎ ৪ লাখ ৮ হাজার পিস বাঁধাকপি পাঠানো হয়েছে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে। আরও ১৬ কন্টেইনারে ৩৩৬ টন বাঁধাকপি পাঠানোর প্রস্তুতি চলছে।

বাঁধাকপি রপ্তানি হওয়ায় ভালো দাম পেয়ে উৎফুল্ল এখন এই অঞ্চলের বাঁধাকপি চাষিরা।

দেশের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ সবজি বাজারখ্যাত মহাস্থানহাটে ২-৫ টাকা দরে প্রতিটি বাঁধাকপি বিক্রি হতো, এখন সেই হাটেও ভালো দাম পাচ্ছে কৃষক। আর যেসব চাষি সরাসরি জমি থেকে রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছে কপি সরবরাহ করছেন তারা পাচ্ছেন আরও বেশি দাম। বাঁধাকপি প্রতি পিস রপ্তানিকারক প্রতিষ্ঠান কিনছে ১৩ থেকে ১৬ টাকা দরে। এই কপিসহ অন্যান্য সবজি বিদেশে পাঠাতে বিশেষ প্যাকেজিং কাজের জন্য নিজ বাড়িতেই প্যাকিংব্যাগ তৈরির কারখানা স্থাপন করেছেন সাগর হোসেন।