Home First Lead ৫ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু হচ্ছে গভীর সমুদ্রে মাছ...

৫ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু হচ্ছে গভীর সমুদ্রে মাছ আহরণ

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ৫ দিন বন্ধ থাকার পর বুধবার গভীর সমুদ্রে মৎস্য আহরণ বুধবার ( ২০ জানুয়ারি ) থেকে আবার শুরু হচ্ছে। ২৫৪টি ট্রলার সকালে গভীর সমুদ্রের উদ্দেশ্যে কর্ণফুলী থেকে রওনা দেবে বলে আশা করা যাচ্ছে

ট্রলারের ক্যাপ্টেন, স্কিপারসহ অন্যরা সামুদ্রিক মৎস্য আইন ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে ট্রলিং বন্ধ করে দেন। সব ট্রলার তারা উপকূলে নিয়ে আসেন। ১৫ জানুয়ারি থেকে মাছ আহরণ বন্ধ রয়েছে। উদ্ভুত পরিস্থিতি নিরসনে উদ্যোগ নিয়ে ট্রলার মালিকদের সংগঠন বাংলাদেশ মেরিন ফিশারিজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট নুরুল কাইয়ূম খান সভা আহ্বান করেন। মেরিন ফিশারিজ এসোসিয়েশন এবং মেরিন ফিশারিজ একাডেমি এক্স-ক্যাডেট এসোসিয়েশনের কার্যনির্বাহি পরিষদের সদস্যবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় উদ্ভুত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মেরিন ফিশারিজ একাডেমি এক্স ক্যাডেটরা তাদের ট্রলারে মেকানাইজড ফিশিং বোট থেকে ইট, পাথর নিক্ষেপ করা হয় বলে উল্লেখ করেন। এর প্রেক্ষিতে সভায় সিদ্ধান্ত হয়েছে যে এ ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে এসোসিয়েশনকে লিখিতভাবে অবহিত করা হবে এবং এসোসিয়েশন এ ব্যাপারে যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তাছাড়া, সামুদ্রিক মৎস্য আইন ২০২০ সংশোধনের ব্যাপারে চলমান কার্যক্রমও অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ মেরিন ফিশারিজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট নুরুল কাইয়ূম খান-এর সাথে যোগাযোগ করা হলে জানান, আলোচ্য সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে গভীর সমুদ্রে মাছ আহরণে যাওয়ার। বুধবার সকাল থেকে ট্রলারসমূহ যাত্রা শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি। নুরুল কাইয়ুম খান্ সামুদ্রিক মৎস্য আহরণ খাতের সকল অংশীজনের মতামত নিয়ে ‘সামুদ্রিক মৎস্য আইন-২০২০’ সংশোধনের ব্যাপারে কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, গভীর সমু্দ্রে মৎস্য আহরণে নিয়োজিত ট্রলারসমূহের এক একটির কেবল জ্বালানি খরচ হয় প্রায় ৬০ লাখ টাকা প্রতি ট্রিপে। এ ছাড়া, যাবতীয় খাবার সামগ্রীও একসঙ্গে নিয়ে যেতে হয়।