বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ঘুড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিম ইন্তেকাল করা্ ৩১নং আলকরন ওয়ার্ডের ভোট স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন,চট্টগ্রাম অঞ্চল।
২০ জানুয়ারি (বুধবার) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজামান স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি গনবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে উল্লেখ করা হয়, নির্বাচন বিধিমালা-২০১০ এর বিধি ২০ অনুয়ায়ী ,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদের সকল নির্বাচনি কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়।
জানা যায়, তারেক সোলেমান সেলিম আলকরণ ওয়ার্ডের চারবার নির্বাচিত কাউন্সিলর। স্কুল জীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই থেকে বিরোধী পক্ষের শত অত্যাচার-নির্যাতন সয়েও তিনি আওয়ামী লীগের আদর্শ ও নীতিতে অটল ছিলেন।