Home First Lead টিকা:পার্শ্বপ্রতিক্রিয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা

টিকা:পার্শ্বপ্রতিক্রিয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পর্যায়ক্রমে সবাই টিকা পাবে, জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রবিবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘জেলা-উপজেলা হাসপাতালে যারা ভ্যাকসিন নেয়ার জন্য আসবেন তাদের আলাদা বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। তারা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, অবজারভেশনে থাকবেন। কোন পার্শ্বপ্রতিক্রিয়া হলে তাৎক্ষণিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা আমরা করেছি। আমরা ভ্যাকসিন দেয়ার কার্যক্রম বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী করছি।’

সোমবার (২৫ জানুয়ারী) চুক্তির আওতায় কেনা ৫০ লাখ ডোজ করোনার টিকা দেশে আসবে বলে রবিবার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা হবে চুক্তির প্রথম ধাপের ভ্যাকসিন।’ তবে এই মাসে ভ্যাকসিনের আর কোন লট আসবে না জানিয়েছেন মন্ত্রী।

এ ব্যাপারে জানতে চাইলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশে যখনই কোন ভ্যাকসিন দেয়া হয়, তখন কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হলে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয়। এটা ভ্যাকসিনেশনের একটি রুটিন কাজ।’

তবে এবার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সারাদেশেই জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন সেন্টারে যারা ভ্যাকসিন নেবেন তাদের ‘১৫ মিনিট অবজার্ভ করা হবে বলে জানিয়েছেন ডা. এএসএম আলমগীর।

২৬ জানুয়ারি থেকে টিকার জন্য অনলাইনে নিবন্ধন শুরু হচ্ছে। নিবন্ধন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যরা নিজ নিজ পেশাজীবী সংগঠনের মাধ্যমে ‘জাতীয় পরিচয়পত্র’ (এনআইডি) এবং একটি ফরম পূরণ করে করোনার টিকা নিতে পারবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ জানুয়ারি সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। পরদিন ২৮ জানুয়ারি রাজধানীর আরও চারটি হাসপাতালে করোনার টিকা দেয়া হবে বলে সম্প্রতি একাধিক অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান জানিয়েছেন।