Home সারাদেশ মামলা প্র্রত্যাহারের দাবিতে বাজার বন্ধ কর্মসূচি পালিত

মামলা প্র্রত্যাহারের দাবিতে বাজার বন্ধ কর্মসূচি পালিত

নয়ন দাস

কুড়িগ্রাম: সরকারি কাজে বাধা প্রদানের কারণে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার ( ২৪ জানুয়ারি ) সকাল-সন্ধ্যা বাজার বন্ধ কর্মসূচি পালন করেছেন রাজারহাট সদর বাজারের ব্যবসায়ীরা।

উপজেলা সদর বণিক সমিতি এই কর্মসূচি আহ্বান করে।

গত ১৯ জানুয়ারী বিকেলে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নূরে তাসনিম চাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ৩জন ব্যবসায়ীর দোকানে প্লাষ্টিকের বস্তায় চাল রাখার অপরাধে প্রতিজনের এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

এ সময় কিছু ব্যবসায়ী একত্রিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। 

পরের দিন ২০জানুয়ারী কুড়িগ্রাম পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা মোছাঃ রওশন আরা বেগম বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে চাল ব্যবসায়ী কমল চন্দ্র মহন্ত,পুতুল রায় এবং আবুল কালামসহ অজ্ঞাত নামীয়দের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৩, তারিখ ২০/০১/২০২১ইং। 

মামলাটি মিথ্যা অভিযোগে দায়ের করা হয়েছে অভিযোগ করে তা প্রত্যাহারের দাবিতে সকাল সন্ধ্যা বাজার বন্ধ কর্মসূচি পালন করা হয়।