Home Second Lead সিটি নির্বাচন: বুধবার সিইপিজেড ও কেইপিজেডে সাধারণ ছুটি

সিটি নির্বাচন: বুধবার সিইপিজেড ও কেইপিজেডে সাধারণ ছুটি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি


চট্টগ্রাম: সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বুধবার (২৭ জানুয়ারি) নগরীর সিইপিজেড ও কেইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) সব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিডেজ) মহাব্যবস্থাপক মশিউদ্দিন বিন মেজবাহ জানান, চসিক নির্বাচন উপলক্ষে বুধবার সব কারখানা বন্ধ থাকবে। আমাদের ১৫৪টি কারখানার মধ্যে ১৩৪টি অপারেশনে রয়েছে। এসব কারখানায় প্রায় ২ লাখ কর্মী কাজ করেন।
কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার মহাব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হক জানান, আমাদের ৫১টি কারখানার মধ্যে ৪৩টি কারখানা অপারেশনে রয়েছে। এ ইপিজেডের বিভিন্ন কারখানায় ৭০ হাজার কর্মী চাকরি করেন। চসিক নির্বাচনের দিন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা সব কারখানায় ছুটির সার্কুলার জারি করেছি।
প্রসঙ্গত, নগরের ৪১ ওয়ার্ডে ভোট হবে ৭৩৫টি ভোটকেন্দ্রে। তবে নির্বাচন কমিশন এবারের নির্বাচনে কোনো সাধারণ ছুটি ঘোষণা করেনি। তাই সিইপিজেড ও কেইপিজেড শিল্প এলাকায় নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করলেও বিটাক, সিএন্ডবি, বিসিক ও কালুরঘাট ভারি শিল্প এলাকায় কোনো সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি।