২৬ জানুয়ারি ২০২১ তারিখ রোজ মঙ্গলবার চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিতে আইপিডিসি সিএমএসএমই ঋণ হেল্পডেস্ক এর কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এর সহযোগিতায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এর যৌথ উদ্যোগে বাংলাদেশের প্রথম নারী উদ্যোক্তা হেল্পডেস্ক স্থাপন করা হয়। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এর পক্ষে এ্যাসিস্টেন্ট রিলেশানশীপ ম্যানেজার শ্রীতম সাহা এবং এ্যাসিস্টেন্ট বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সাবরিনা খান প্রায় ১৫ জন মহিলা উদ্যোক্তাকে ঋণ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তথ্য প্রদান করেন এবং ঋণ গ্রহীতাদের কাছ থেকেও তাদের ব্যবসায়িক তথ্য সংগ্রহ করেন। সিএমএসএমই ঋণ হেল্পডেস্ক প্রতি মঙ্গলবার সকাল ১১.০০ টা থেকে দুপুর ০১.০০ টা পর্যন্ত সকল খাতের নারী উদ্যোক্তাদেরকে ঋণ সংক্রান্ত পরামর্শ প্রদান করবেন।
-সংবাদ বিজ্ঞপ্তি