Home Uncategorized আরও প্রায় ১৮ শ’ রোহিঙ্গা ভাসানচরে

আরও প্রায় ১৮ শ’ রোহিঙ্গা ভাসানচরে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ৩য় দফার প্রথম যাত্রায় শুক্রবার ( ২৯ জানুয়ারি ) দুপুরে নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে ১ হাজার ৭৭৮ রোহিঙ্গা। নৌবাহিনীর ৪টি জাহাজে করে তারা পৌঁছেছেন।

ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) উপ-প্রকল্পের পরিচালক কমান্ডার এম আনোয়ারুল কবির জানান,তৃতীয় ধাপে ১৭ শ’র বেশি রোহিঙ্গাকে পাচঁটি জাহাজে করে চট্টগ্রামে আনা হয়। এর মধ্যে চারটি জাহাজে রোহিঙ্গাদের এবং একটি জাহাজে তাদের মালপত্র বহন করা হয়।

সকাল ৯টার দিকে নৌবাহিনীর চারটি জাহাজে করে রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশে যাত্রা করে। চট্টগ্রামের পতেঙ্গা বিএএফ শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্প থেকে জাহাজগুলো ছেড়ে যায়।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে ৩০টি বাসে করে প্রথম যাত্রায় এক হাজার ৭ শতাধিক রোহিঙ্গাকে কক্সবাজারের কুতুপালং থেকে আনা হয় চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্পে। একইভাবে কাল শনিবার দ্বিতীয় যাত্রায় বাকি রোহিঙ্গাদের নেয়া হবে ভাসানচরে।

সব মিলিয়ে ৩য় দফায় ভাসানচরে যাচ্ছেন প্রায় ৩ হাজার রোহিঙ্গা। এভাবে মোট ১ লাখ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করা হবে। যেখানে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধায় নির্মাণ করা হয়েছে এক হাজার ২০টি ক্লাস্টার গ্রাম। রয়েছে জীবিকা নির্বাহের ব্যবস্থাও।