Home Uncategorized ভারতে বাজেট সোমবার, পতন সেনসেক্স-নিফটি-র

ভারতে বাজেট সোমবার, পতন সেনসেক্স-নিফটি-র

প্রতীকী ছবি

মুম্বই: শেয়ার বাজারের পতন অব্যাহত। আগামী সোমবার পেশ হবে সাধারণ বাজেট । তার আগে ছয়টি লেনদেনের দিনে শেয়ার সূচক নামল। শুক্রবার শেয়ার বেচার চাপে বিএসই সেনসেক্স ৫৮৮ পয়েন্ট নেমেছে অন্যদিকে নিফটির পতন হয়েছে ১৮৩ পয়েন্ট। গোটা দিন বাজারে অস্থিরতা বিরাজ করেছে ফলে উভয় শেয়ার সূচক ওঠানামা করতে দেখা গিয়েছে।এদিকে বাজেটের আগে এই দিন দুপুরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদের অর্থনৈতিক সমীক্ষা ২০২০-২১ পেশ করেছেন।

সেনসেক্স দিনের শেষে ৫৮৮.৫৯ বা ১.২৬ শতাংশের নিচে নেমে অবস্থান করছে ৪৬,২৮৫.৭৭ পয়েন্ট। এরফলে গত ছটি লেনদেনের দিনে সেনসেক্স নেমে গিয়েছে ৩৫০৬.৩৫ পয়েন্ট বা ৭.০৪ নেমেছে। এদিন বিএসই সূচক ১২৬৩.২০ পয়েন্ট ওঠানামা হয়েছে। সেনসেক্স তালিকায় থাকা ২৬টি শেয়ারের দাম এদিন কমে গিয়েছে।

একই ভাবে এনএসই নিফটি ১৮২.৯৫ পয়েন্ট অথবা বা ১.৩২ শতাংশ নেমে গিয়ে অবস্থান করছে ১৩,৬৩৪.৬০ পয়েন্ট । গত ছয় দিনে নিফটি নেমে এসেছে ১০১০.১০ পয়েন্ট বা ৬.৮৯ শতাংশ।ডক্টর রেড্ডি, ভারতি এয়ারটেল, মারুতি, বাজাজ অটো, ইনফোসিস, টিসিএস এবং বাজাজ ফিনসার্ভ হল সেই সব শেয়ার যাদের দাম রীতিমতো কমেছে। অন্যদিকে ইন্ডাসইন্ড ব্যাংক, সান ফার্মা, আইসিআইসিআই ব্যাংক এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দাম বাড়তে দেখা গিয়েছে।

বাজার বিশেষজ্ঞদের অভিমত, লগ্নিকারীদের মধ্যে কেন্দ্রীয় বাজেটের আগে দাম বেড়ে যাওয়া শেয়ার বেচে লাভের টাকা ঘরে তোলার প্রবণতা শেয়ার সূচকে টেনে নামাচ্ছে । এছাড়া বিদেশি লগ্নিকারীদের মধ্যে সম্প্রতি ভারতীয় শেয়ার বাজার থেকে টাকা তুলে নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে।

এশিয়ার শেয়ারবাজারের পক্ষে শুক্রবার দিনটি ভাল ছিল না। সূচক নেমেছে এবং এই মাসের মধ্যে এই সপ্তাহটি ছিল সবচেয়ে খারাপ। অন্যদিকে এদিন আন্তর্জাতিক বাজারে টাকার দাম কিছুটা বেড়েছে। শুক্রবার ৯ পয়সা বেড়ে ডলারের বিনিময় মূল্য হয়েছে ৭২.৯৬ টাকা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফিউচার বাজারে ০.৬৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৫৫.৪২ ডলার হয়।

-বিজনেসটুডে২৪ ডেস্ক