Home বিনোদন ‘সে নো টু অনলাইন হ্যারেসমেন্ট’: ভাইরাল গার্ল

‘সে নো টু অনলাইন হ্যারেসমেন্ট’: ভাইরাল গার্ল

বিজনেসটুডে২৪ ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সদ্য মুক্তি পাওয়া নাটক ‘ভাইরাল গার্ল’। নারীপ্রধান গল্পের এই নাটকটির সঙ্গে যেকোন মেয়েই নিজেদেরকে দেখতে পাবেন! মনে হতে পারে, এটা যেন তার জীবনের গল্প।

বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া একটি মেয়ে কিছু না করেও কতরকমভাবে সাজা পায়, অন্যের একটু খানি মিথ্যার আশ্রয়ে একটা মানুষের জীবন মুহূর্তেই কতটা বিষাদ হয়ে উঠতে পারে, তা-ই দেখানো হয়েছে নাটকটিতে। কারো সম্পর্কে কোনোকিছু না জেনে, না নিশ্চিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনোকিছু শেয়ার করে দেওয়া কতটা যৌক্তিক! এরকমই একটা প্রশ্ন রেখেছেন নাটকটির নির্মাতা।

‘সে নো টু অনলাইন হ্যারেসমেন্ট’ এরকম স্লোগানে বর্তমান সময়ের সঙ্গে প্রাসঙ্গিক বাস্তবধর্মী গল্পে নির্মিত এই নাটকটিতে ভাইরাল গার্ল এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি’র পরিচালনায় মেহজাবীন ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, লিউনা।