Home জাতীয় আগে পেলেও এবার জিপিএ-৫ পায়নি ৩৯৬জন

আগে পেলেও এবার জিপিএ-৫ পায়নি ৩৯৬জন

এইচএসসি পরীক্ষায় অটো পাস হলেও এর মধ্যে সামনে এসেছে ৩৯৬ শিক্ষার্থীর জিপিএ-৫ না পাওয়ার বিষয়টি। যারা আগের দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছিলেন। এবার কেন জিপিএ-৫ আসল না তাদের সেই প্রশ্ন সামনে এসেছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি ফল প্রকাশের অনুষ্ঠানে তাদের কাঙ্ক্ষিত ফলাফল না আসার কারণ ব্যাখ্যা করে বলেছেন, ‘এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তৈরির জন্য সাবজেক্ট ম্যাপিং করায় জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেলেও এবার ৩৯৬ জন জিপিএ-৫ পায়নি। যখন ম্যাপিং করা হয়েছে, তখন জিপিএ-৫ এর জন্য যে নম্বর দরকার ছিল, তা তারা পাননি।’

‘আবার বিষয়ভিত্তিক ম্যাপিং করায় অনেকে আগের দুই পরীক্ষায় জিপিএ-৫ না পেলেও এবার সেটি অর্জন করেছেন।’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী এর কারণ হিসেবে উল্লেখ করেন, মূলত ৮০ নম্বরকে ধরে যেহেতু জিপিএ ৫ নির্ধারিত হয় তাই ৩৯৬ জন হয়ত ৮০ এর কাছাকাছি নম্বর পেয়েছেন। এমনই ব্যাখ্যা তুলে ধরা হয় শনিবার (৩০ জানুয়ারি) ফলাফল ঘোষণা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে।

পরীক্ষার ফলাফল তৈরির ক্ষেত্রে জেএসসির ফল থেকে ২৫ শতাংশ এবং এসএসসির ফল থেকে ৭৫ শতাংশ নিয়ে গড় করে এইচএসসির ফল নির্ধারণ করা হয়েছে। এতে জেএসসি-জেডিসি পরীক্ষার আবশ্যিক বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বরের ২৫ শতাংশ এবং এসএসসি ও সমমান পরীক্ষার আবশ্যিক বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বরের ৭৫ শতাংশ বিবেচনা করে এইচএসসিতে আবশ্যিক বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বর নির্ধারণ করা হয়েছে।

-বিজনেসটুডে২৪ ডেস্ক