বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনার টিকা পৌঁছেছে চট্টগ্রামে। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ডরুমে সেগুলো সংরক্ষণ করা হয়েছে।
বেক্সিমকো ফার্মার শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ৪ লাখ ৫৬ হাজার ডোজ টিকা এসেছে। সকাল পৌণে সাতটায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চালানটি বুঝে নেন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ ও নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪টি বুথে টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিক শুরু হবে। ডাক্তার, নার্স, পুলিশ, প্রশাসন সাংবাদিকসহ সম্মুখ সারির যোদ্ধাদের ধারাবাহিকভাবে টিকা প্রদান করা হবে।