বেজিং: রবিবার চিনের উহান শহরের হুনান ফুড মার্কেট পরিদর্শন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রতিনিধি দল। তাঁরা সমগ্র বাজার সরেজমিনে খতিয়ে দেখলেও কোনও মন্তব্য করেননি। বিভিন্ন সংস্থার রিপোর্ট অনুযায়ী, এখানকার পাইকারি সি-ফুড সেন্টারই করোনার উৎসস্থল।
হু-র পর্যবেক্ষকদের জানুয়ারির গোড়াতেই উহানে যাওয়ার কথা ছিল। শেষপর্যন্ত তাঁরা এলেন। করোনা সম্পর্কিত তথ্য চেপে যাওয়ার জন্য চিনের সমালোচনা করেছিল আমেরিকা। এই ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র সবার ওপরে। বিশ্বজুড়ে টিকাকরণ শুরু হলেও করোনার নয়া প্রজাতির সংক্রমণে জেরবার ইউরোপ। ব্রিটেনে লকডাউন চলছে। জরুরি প্রয়োজন ছাড়া ইউরোপের কোনও দেশের নাগরিকদের ঢুকতে দিচ্ছে না ফ্রান্স। একই পথে জার্মানি। বাইরে থেকে এলে কোয়ারান্টিনে থাকতে হচ্ছে কানাডায়। এদিকে, একটি সূত্র জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা উহানের সি-ফুড মার্কেটে যাওয়ার আগে সেখানে জীবাণুনাশক ছড়িয়েছেন পিপিই পরিহিত কর্মীরা।
-বিজনেসটুডে২৪ ডেস্ক