Home খেলাধুলা ফাঁকা গ্যালারির সামনে খেলবেন ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা

ফাঁকা গ্যালারির সামনে খেলবেন ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা

বিজনেসটুডে২৪ ডেস্ক

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে প্রথম টেস্ট হবে ‘ক্লোজড ডোর’। অর্থাৎ মাঠে প্রবেশ করতে পারবেন না দর্শকরা। সেই কারণে ফাঁকা গ্যালারির সামনে খেলবেন ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা।

করোনা আবহের মধ্যেই টেস্ট সিরিজ চললেও সেই ভয়াবহতা আর নেই। তবুও ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টা করেছিল যাতে করে দর্শকরা মাঠে গিয়ে ক্রিকেটের আনন্দ উপভোগ করতে পারেন। কিন্তু সেটি হচ্ছে না। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার পক্ষে মঙ্গলবার রাতে বলে দেওয়া হয়েছে, প্রথম টেস্ট হবে দর্শকহীনভাবেই।

এও জানানো হয়েছে, দর্শকদের সুরক্ষার কথা ভেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এমনকি এতে যে তামিলনাড়ু প্রশাসনের বিধিনিষেধ রয়েছে, সেটিও বলে দেওয়া হয়েছে।

চলতি মাস থেকে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেয় কেন্দ্র। তা সত্ত্বেও ধীরে চলো নীতিই নিচ্ছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। তবে দ্বিতীয় টেস্টে ৫০ শতাংশ দর্শককে অনুমতি দেওয়া হবে।

তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সচিব আরএস রামাস্বামী বলেন, দ্বিতীয় টেস্টে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি চাওয়া হয়েছিল বিসিসিআইয়ের কাছে। তাতে সবুজ সংকেত মিলেছে। অর্থাৎ ৫ তারিখ থেকে শুরু হতে চলা প্রথম ম্যাচটি দেখতে টিভির পর্দাতেই চোখ রাখতে হবে দর্শকদের। তবে ১৩ ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় টেস্টে ওই মাঠেই উপস্থিত থাকার সুযোগ পাবেন দর্শকরা।

পরের দুটি ম্যাচ মোতেরা স্টেডিয়ামে। সেখানে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি সোমবারই দিয়েছে ভারতীয় বোর্ড। ওই ম্যাচে মাঠে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও ক্রীড়ামন্ত্রী কিরেন রিজেজু।

এদিকে, ইতিমধ্যেই বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে প্র্যাকটিসে নেমে পড়েছে ভারতীয় দল। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে জোর কদমে অনুশীলনে বিরাটও। অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে আসা ভারতীয় দল দেশের মাটিতে ফেভারিট হিসেবেই নামতে চলেছে ইংল্যান্ডে বিরুদ্ধে। এই সিরিজই ভারতকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে দিতে পারে। যেখানে ইতিমধ্যেই নিজেদের স্থান পাকা করে ফেলেছে নিউজিল্যান্ড।